বাসস
  ০২ আগস্ট ২০২২, ১৬:৩৪
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৬:৩৮

৫ জন সংসদ সদস্যকে ঢাবি সিনেট সদস্য হিসেবে স্পিকারের মনোনয়ন 

ঢাকা, ২ আগস্ট, ২০২২ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য হিসেবে ৫ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন। 
জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে এই আদেশ জারি করা হয়। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া ৫ জন সংসদ সদস্য হলেন- র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, বেগম মেহের আফরোজ এমপি, মো: আবদুস সোবহান মিয়া এমপি এবং মনজুর হোসেন এমপি।