শরীয়তপুর, ৫ ডিসেম্বর, ২০২২ (বাসস) : নানা কর্মসূচির মধ্য দিয়ে জেলায় আজ বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ‘মাটি : খাদ্যের সূচনা যেখানে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট, শরীয়তপুর জেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে শরীয়তপুরে বিশ^ মৃত্তিকা দিবস পালিত হয়।
এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে জেলাপ্রশাসনের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মো: মতলুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক মো: পারভেজ হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন এরআরডিআই ফরিদপুরের উর্ধত্মন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কিবরিয়া ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরীফুল হাসান।
র্যালি ও আলোচনা সভায় কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাসহ কৃষক ও গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা, মাটির স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।