ভোলা, ২৩ ডিসেম্বর, ২০২২ (বাসস) : জেলায় শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩৬ হাজার ২’শ ৬০পিস কম্বল বিতরণ করা হচ্ছে। জেলার ৭ উপজেলার ৬৯ টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় দুস্থ এবং অসহায়দের মাঝে এসব কম্বল প্রদান করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে এসব কম্বল বিতরণ সম্পন্ন হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস.এম দেলোয়ার হোসাইন বাসস’কে জানান, সমাজের দুস্থ, অসহায় ও বয়স্ক শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্যই এসব কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রত্যেক উপজেলায় এসব কম্বল পাঠানো হয়েছে। বিভিন্ন স্থানে বিতরণও চলছে।
তিনি আরো বলেন, বরাদ্দকৃত কম্বলের মধ্যে সদর উপজেলায় ৬হাজার ৮’শ ৬০টি, বোরহানউদ্দিনে ৪ হাজার ৯’শ, দৌলতখানে ৪ হাজার ৯’শ, লালমোহনে ৪ হাজার ৯’শ, তজুমদ্দিনে ২ হাজার ৪’শ ৫০, চরফ্যাশনে ১০ হাজার ২’শ ৯০ ও মনপুরা উপজেলায় ১ হাজার ৯’শ ৬০পিস ।