বাসস
  ০১ জানুয়ারি ২০২৩, ১৭:৪৩

লক্ষ্মীপুরে উৎসব মুখর পরিবেশে পাঠ্যবই বিতরণ 

লক্ষ্মীপুর, ১ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলায় আজ উৎসবমুখর পরিবেশে পাঁচটি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
আজ রোববার বেলা সাড়ে ১০টায় জেলার রামগঞ্জ উপজেলায় রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন খান।
এদিন, তিনি উপজেলার নোয়াগাঁও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ  পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়,  রামগঞ্জ  উচ্চ বিদ্যালয়, রামগঞ্জ এমইউ সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
এদিকে, জেলা সদর, রায়পুর, রামগতি ও কমলনগরে আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বই উৎসব পালিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই নিয়ে বাড়ি ফিরেছে।
এদিন, দুপুর সাড়ে ১২টায় লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। 
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 
এছাড়াও, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুলে জেলার পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।