শিরোনাম
নড়াইল, ৪ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আগামী ৭ জানুয়ারি শনিবার থেকে শুরু হচ্ছে ১৪ দিনব্যাপী সুলতান মেলা। এ উপলক্ষে আজ দুপুরে জেলা প্রশাসকের সভা কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার নড়াইলের সুলতান মঞ্চে মেলার উদ্বোধন করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান। সম্মানিত অতিথি থাকবেন- জেলা পরিষদ চেয়ারম্যান সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিরা খাতুন, নড়াইল ভিক্টোরিয়া কলেজেরে অধ্যক্ষ মো. রবিউল ইসলাম,পৌর মেয়র আনজুমান আরা প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকাইনসহ গণমাধ্যমকর্মীরা। এসময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন গ্রামীন খেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পণ্যের ৯২টি স্টল রয়েছে। জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হবে। এ দিকে মেলার সমাপনী অনুষ্ঠানে দেশবরেণ্য একজন চিত্রশিল্পীকে ‘সুলতান পদক’ প্রদান করা হবে। আগামী ২০ জানুয়ারি মেলা শেষ হবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।