বাসস
  ০৬ জানুয়ারি ২০২৩, ২২:৪০

আওয়ামী লীগ ৭৩ বছরে কখনো জনগণকে ছেড়ে যায়নি : নৌপরিবহন প্রতিমন্ত্রী

বিরল, (দিনাজপুর) ৬ জানুয়ারি, ২০২৩ (বাসস) : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ৭৩ বছরে একদিনের জন্যও জনগণকে ছেড়ে যায়নি। আমাদের সম্পদই হচ্ছে জনগণ। আর সব থেকে বড় আশীর্বাদ হলো-প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
প্রতিমন্ত্রী আজ শুক্রবার দিনাজপুরের বিরলে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলার মানুষ স্বাভাবিক আছে, ভাল আছে-এটা বিএনপির পছন্দ না। তাদের পছন্দ দুর্ভোগ তৈরি করা। আওয়ামী লীগ জনগণের সাথে আছে। প্রধানমন্ত্রী সমন্বিতভাবে উন্নয়ন করে যাচ্ছেন। তাঁর মতো সমন্বিতভাবে কাজ কোন সরকার আগে করেনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, এবারে শীতের প্রবনতা বেশী হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো দু'মাস আগেই শীতপ্রবন এলাকায় শীতবস্ত্র পাঠিয়ে দিয়েছিলেন। বিরল উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে সাত হাজার কম্বল পাঠানো হয়েছে। আজ বিরল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়। বিরল ও বোচাগঞ্জ উপজেলায় ৩৫ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, আমরা নদী-মাতৃক বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছি। ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের ব্যবস্থা করেছি। দেশের সব নদী খনন করে প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। বর্ষার সময় যেন জলাবদ্ধতা তৈরি না হয়; সে লক্ষ্যে নদীগুলো খনন করা হচ্ছে।  
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায় এবং ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন উপস্থিত ছিলেন।