বাসস
  ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৫৭

সাবেক ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ'র ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিশিষ্ট লেখক ও কবি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুল্লাহ আর নেই।
শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)।
তার বয়স হয়েছিল ৬৮ বছর। বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে তিনি বেশ কিছুদিন ধরে কাকরাইল ইসলামী ব্যাংক হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ ফজর দনিয়া মসজিদে প্রথম নামাজে জানাজা ও বাদ জোহর নারায়ণগঞ্জের আড়াইহাজারে চৈতনকান্দা গ্রামের জামে মসজিদে নামাজে জানাজ শেষে পুর্ন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সেকশন অফিসার সাবেক ছাত্রলীগ নেতা আরেফিন কাউসারের পিতা। 
হাবিবুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক মোঃ রাশিদুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মৃদুল ও সৈয়দ দিদারুল ইসলাম। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।