বাসস
  ০৯ জানুয়ারি ২০২৩, ১৭:৩১

ভোলার লালমোহনে অসহায় ও দুস্থদের মধ্যে ছয়হাজার কম্বল বিতরণ

ভোলা, ৯ জানুয়ারি ২০২৩ (বাসস): জেলার লালমোহন উপজেলার আজ নয়টি ইউনিয়নে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ছয়হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকাল থেকে উপজেলার ফরাজগঞ্জ, রমাগঞ্জ, চরভুতা, লর্ডহার্ডিঞ্জ, ধৌলিগরনগর ইউনিয়নসহ মোট নয়টি ইউনিয়নে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসব কম্বলের মধ্যে সরকারিভাবে দেড়হাজার ও বাকি সাড়ে চারহাজার কম্বল সংসদ সদস্য শাওনের পক্ষ থেকে বিতরণ করা হয়। 
এসময় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।