বাসস
  ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:৩৬

জাতির পিতার সমাধিতে চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দের শ্রদ্ধা 

টুঙ্গিপাড়া, ৯ জানুয়ারি, ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। 
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এতে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সালাহউদ্দিন মোহাম্মদ রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মঞ্জুরুল কাদের মঞ্জু, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, যুগ্ম সম্পাদক শহিদুল্লাহ শাহারিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহামুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থগার সম্পাদক আহম্মেদ কুতুব, ক্রীড়া সম্পাদক সারোয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল্ রহমান, কার্যকরী সদস্য জসিম চৌধুরী সবুজ ও মঞ্জুরুল আলম মঞ্জু উপস্থিত ছিলেন। পরে তারা জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।