শিরোনাম
লক্ষ্মীপুর, ১০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আজ সকালে ভাসমান শীতার্ত ৫ শতাধিক বেদে পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
রায়পুর উপজেলার হাজিমারা এলাকায় মেঘনা নদীর পাড়ে সকাল ৯টার দিকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান দিদার মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক গোফরান বাবু, উপজেলা যুবলীগ এর সাবেক সদস্য বিটু চৌধুরী, যুবলীগ নেতা হুমায়ুন, নিশান, মিহনসহ বিভিন্ন বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।