শিরোনাম
নাটোর, ১০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে নাটোর জেলা আওয়ামী লীগ।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা ও বিশেষ মুনাজাত করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জনের পরে পুরো দেশ ও জাতি অধীর আগ্রহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যে অপেক্ষায় ছিলো। ১৯৭২ সালের এ দিনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আমাদের দেশ ও জাতির আকাংখা পূরণ হয় এবং স্বাধীনতা পূর্ণতা লাভ করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল প্রমুখ।