শিরোনাম
ভোলা, ১০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বাংলা স্কুল মোড়ের দলীয় কার্যালয়ে বেলা ১১ টায় একআলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমূখ।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় কার্যালয়ে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।