বাসস
  ১০ জানুয়ারি ২০২৩, ১৮:২৪

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চিত্রাংকন প্রতিযোগিতা 

রাঙ্গামাটি, ১০ জানুয়ারি ২০২৩(বাসস):  জেলার কাপ্তাই উপজেলায় আজ জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 
আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা তথ্য অফিসের উদ্যোগে  কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের  আয়োজন করা হয়। 
সহকারী তথ্য কর্মকর্তা  মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুনতাসির জাহান। 
এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কর্ণফুলী সরকারি কলেজের  অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার  প্রমুখ।
আলোচনাসভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।