শিরোনাম
শরীয়তপুর, ১১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় আজ সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের সন্তানদের শিক্ষাবৃত্তি, জরুরি চিকিৎসা, কন্যার বিয়েসহ এককালীন অনুদানের ৫ লক্ষ ৫৯ হাজার ৩শ’ টাকার নগদ চেক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন শরীয়তপুরের আয়োজনে আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সরকারি কর্মচারি কল্যাণ সমিতি শরীয়তপুর শাখার সভাপতি মো. মজিবুর রহমান সিকদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। অনুষ্ঠানে ৯৩ জন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীর সন্তান ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।