শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আজ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকালে কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সামনে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রেক্ষাপটের ডোকোমেন্টারির মাধ্যমে উপস্থাপন করা হয়। সেখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরা হয়। পরে এ বিয়ষ নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতার বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার বলেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে আমরা এ উদ্যোগ নিয়েছি। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বঙ্গবন্ধু কলেজের প্রত্যেক বিভাগে পৃথকভাবে আলোচনা সভা হয়েছে। এ আলোচনা সভার মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু সম্পর্কে জানান দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে আমরা এটি করেছি। এছাড়া আজ আমরা কুইজ প্রতিযোগিতা করলাম। এটিও করেছি বঙ্গবন্ধুকে নিয়ে। এখনোও শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর অজানা অধ্যায় সম্পর্কে জেনেছে।
শিক্ষার্থী যোবায়ের আলম বলে, এখান থেকে আমরা বঙ্গবন্ধুর অজানা অধ্যায় সম্পর্কে জেনেছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে বড় হতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের সোনারবাংলা আমরাই গড়ব।