শিরোনাম
বগুড়া, ১২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : কনকনে শীত ও হিমেল হাওয়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। জেলার উপর দিয়ে মাঝারী শৈত্য প্রবাহ বয়ে চলেছে। বগুড়ায় ঠান্ডার পারদ ক্রমেই নিচের দিকে নেমে চলেছে। দিনে সূর্য উঠলেও বিকেল হওয়ার পরই শীত বাড়তে থাকে।
গত বুধবার বগুড়ার তাপমাত্রা ছিল সর্ব নি¤œ তাপমাত্রা ছিল ৯ ডিগ্রী সেলসিয়াস । বুধবার দিনে তাপমাত্রা বাড়লেও ও বৃহস্পতিবার তাপমাত্রা কমতে থাকে। বৃহস্পতিবার সকাল ৬ টায় জেলা সর্বনি¤œ তাপমাত্র নেমে আসে ৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এটাই ছিল এ বছরের সর্ব নি¤œ ।
প্রচ্ন্ড শীতের কারণেস্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। প্রচন্ড ঠান্ডায় ভোরে ফসলী ক্ষেতে যেতে পারছেনা কৃষকরা। সারারাত ও ভোরে কুয়াশার ঘন আস্তরন এ জেলার জনপদকে ঘিরে ফেলছে।
এ দিকে ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে বেশির ভাব শিশু নিউমনিয়ায় শ^াস কষ্টে আক্রান্ত হয়ে ভর্তি হ্েচ্ছ। জেলার মোহমাম্মদ আলী হাসপাতাল ও শজিমেক হাসপাতালে শ^াস কষ্ট নিয়ে নুতন নতুন শিশু রোগী ভর্তি হ্েচ্ছ।
চিকিৎসকরা শিশুদের ঠান্ডার মধ্যে বাইরে না করার পরামর্শ দিচ্ছেন। শ^াসকষ্টের রোগীদের দ্রুত হাসপাতালে নেয়ার উপদেশ দিচ্ছেন।
জেলা শহরের শীতের কাপড় কিনতে মানুষ ফুটপাত থেকে বিপণী বিতানে ছুটছেন।