বাসস
  ১২ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

সিলেট মহানগরীতে ট্রাফিক পক্ষ ২০২৩ 

সিলেট, ১২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : ‘ট্রাফিক আইন মেনে পরিহার করুন দন্ড’ এ শ্লোগানকে সামনে রেখে সিলেট মহানগরীতে পালিত হচ্ছে ট্রাফিক পক্ষ ২০২৩।
সিলেট মহানগরী এলাকায় ১০ জানুয়ারি শুরু হয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ জানুয়ারি ২০২৩ পালন করা হচ্ছে।
মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
এসএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মুহম্মদ আবদুল ওয়াহাবের নির্দেশনায় আজ বৃহস্পতিবার  সড়কের শৃঙ্খলা ফেরাতে সিলেট মহানগরীর মধুবন পয়েন্ট এলাকায় ট্রাফিক পক্ষ জানুয়ারি ২০২৩ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা উপস্থিত পথচারী ও চালক, শ্রমিকদের সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য দেয়। ফিটনেস বিহীন যানবাহন ও সিএনজি চালিত থ্রি হুইলারে অতিরিক্ত যাত্রি পরিবহন না করার জন্য অনুরোধ জানায় তারা। তাছাড়া মোটরসাইকেল চালকদের হেলমেট পরার জন্য উৎসাহিত করে। ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে। এসময় মহানগরীরবাসীকে ট্রাফিক পক্ষ জানুয়ারি ২০২৩ সফল ও স্বার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। মো. মশিউর রহমান, টিআই, ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেট এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন এসএমপি ট্রাফিক বিভাগের  টিআই নীহার রঞ্জন সিংহ, মো. আজাদ হোসেন খান ও  রাজীব বাহাদুর প্রমুখ।