শিরোনাম
রাজশাহী, ১২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : নগরীর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রা ও জীবিকার মান উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
গৃহীত সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপের সুযোগ গ্রহণ করে হতদরিদ্র জনগোষ্ঠীর অনেকেই ইতোমধ্যে আত্মনির্ভরশীল হয়ে সমাজে অবদান রাখছে।
রাজশাহী নগরীর অনেক বস্তিবাসী এখন তাদের খড়ের বা মাটির ঘরের পরিবর্তে পাকা বাড়িতে বাস করছেন।
বুধবার বিকেলে নগরীর রাজশাহী সিটি কর্পোরেশন (আরসিসি)’র সম্মেলন কক্ষে নারী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় বক্তারা বিষয়টি তুলে ধরেন।
সভাটি যৌথভাবে আয়োজন করে আরসিসি’র কমিউনিটি ডেভেলপমেন্ট সেকশন ও টাউন ফেডারেশন অব কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটি (সিডিসি)।
সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নীর সভাপতিত্বে সভায় আরসিসি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সভায় প্রধান প্রকৌশলী নূর ইসলাম, প্রধান কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান ও কমিউনিটি হাউজিং ডেভেলপমেন্ট ফান্ডের (সিএইচডিএ) সভাপতি সামিয়া হক বক্তব্য রাখেন।
মেয়র লিটন বলেন, রাজশাহী সিএইচডিএফ নগরীর ৩০টি ওয়ার্ডের ৪৮টি বসতির ২৩০টির বেশি পরিবারকে বাসস্থান সহায়তা দিয়েছে। তহবিল থেকে হাউজিং লোন বাবদ প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
লিটন বলেন, বর্তমানে দারিদ্র-বিমোচন পরিকল্পনায় ১৭১ সিডিসিএস এর আওতায় ৫৫ হাজারের বেশি বস্তিবাসীর মধ্যে মোট ১ দশমিক ২ বিলিয়ন টাকা বিতরণ করা হয়েছে।
এই সেভিংস ও ক্রেডিট প্রোগ্রামের আওতায় বস্তিবাসীরা এখন তাদের নিজস্ব সেভিংস স্কিম পরিচালনা ও ঘূর্ণয়মান তহবিল গঠন করছেন। তারা ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার জন্য এই তহবিল থেকে স্বল্প সুদে লোন নিতে পারেন।