শিরোনাম
বরিশাল, ১৩ জানুয়ারী, ২০২৩ (বাসস) : পানিসম্পদ প্রতিমন্ত্রী এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেছেন, টেকসই উন্নয়নের জন্য শেখ হাসিনার কোন বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান সরকারের মত এইরকম টেকসই উন্নয়ন এর আগে কখনোই হয়নি।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজের শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে আয়োজিত শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সুবিধাভোগীরা যে সকল ভাতা পাচ্ছেন তা অব্যাহত থাকবে। তাই আগামী নির্বাচনেও শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আগামীর বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়। তাঁর নেতৃত্বে যেভাবে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, তেমনিভাবে স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।
পরে প্রতিমন্ত্রী প্রতিবন্ধী ইউসুফ ও মো. সোহাগ নামে দুইজনকে দুটি রিক্সা প্রদান করেন।