বাসস
  ১৪ জানুয়ারি ২০২৩, ১২:২৮

গোপালগঞ্জে সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের মধ্যে কম্বল বিতরণ

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ), ১৪ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের মধ্যে কম্বল বিতরণ করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
আজ সকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা কার্যালয়ে প্রধান অতিথি পৌর মেয়র শেখ রকিব হোসেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী ও শিল্পীদের হাতে শতাধিক কম্বল তুলে দেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুস্তাফিজুর রহমান দিপু সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি শেখ রকিব হোসেন, সংগঠনের উপদেষ্টা ডা. সিদ্বেশ^র মজুমদার, সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।