শিরোনাম
টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ), ১৪ জানুয়ারি ২০২৩ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ টিটু মিয়া।
আজ শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫'র ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার, মোঃ জামাল, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মুস্তাফিজুর রহমান, সিলেট মেডিকেল কলেজের উপাচার্য অধ্যাপক ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন, গোপালগঞ্জ শেখ
সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন, পরিচালক ডাঃ মো. মনোয়ার হোসেন, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নবনিযুক্ত মহাপরিচালক জাতির পিতার সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।