শিরোনাম
শরীয়তপুর, ১৫ জানুয়ারি, ২০২৩ (বাসস) : শুদ্ধাচার চর্চা নিশ্চিতে জেলা প্রশাসনের আয়োজনে শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বেলা ১২টায় জেলা প্রশাসক মো. পারভেজ হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জেলা পরিষদ শরীয়তপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তালুত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হায়দারসহ সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠনসহ সরকারি দপ্তরের কর্মকর্তাগনও অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান বলেন, দেশের চলমান উন্নয়ন কর্মকান্ডকে গতিশীল ও কাংখিত লক্ষ্যে পৌছাতে শুদ্ধাচারের কোন বিকল্প নেই।