শিরোনাম
ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৩ (বাসস) : একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
আজ জাতীয় সংসদে অধিবেশনের শুরুতেই কমিটি দু’টি পুনর্গঠন করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদ তা গ্রহণ করে।
পুনর্গঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে কামরুল ইসলাম এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদকে দায়িত্ব দেয়া হয়েছে।