বাসস
  ১৫ জানুয়ারি ২০২৩, ১৮:৫২
আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:৫৫

ভোলায় সড়ক দুর্ঘটনায় সহোদরের মৃত্যু

ভোলা, ১৫ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার উপজেলা সদরের ভোলা-বরিশাল মহাসড়কে আজ এক সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাইয়ের(সহোদর) মৃত্যু হয়েছে। 
নিহতরা হচ্ছে- মোটরসাইকেল চালক মো: সোহেল (২৪) ও আরোহী শাওন (২০)। তারা মেহিন্দীগঞ্জ উপজেলার সেলিমাবাদ ইউনিয়নের করিম মোল্লার ছেলে। 
পুলিশ জানায়,রোববার দুপুর দুইটার দিকে পশ্চিম ইলিশা ইউনিয়নের হাওলাদার বাজার সংলগ্ন এলাকায় একটি ইট বোঝাই ট্রলীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম জানান, ভোলা থেকে  মোটরসাইকেলযোগে দুপুরে আপন দুই ভাই বাড়ি ফিরছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই কেকরা ট্রলীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিন ফকির জানান, দুর্ঘটনার পর থেকে ট্রলীর চালক পালাতক রয়েছে। ট্রলীটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।