বাসস
  ১৬ জানুয়ারি ২০২৩, ১৩:২০

জয়পুরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাট, ১৬ জানুয়ারি, ২০২৩ (বাসস) : সরকারের পাশাপাশি জেলার শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সোমবার সকালে কম্বল বিতরণ করেছে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান।  
খেলাঘর আসর ও জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ জয়পুরহাট শাখার পক্ষ থেকে সংগঠনের কার্যালয়ে শীতার্ত অসহায় ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। খেলাঘর আসরের সংগঠক তবিবর রহমান ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য আবৃত্তিকার মোস্তাহেদ ফাররোখ কম্বল গুলো বিতরণ করেন। আয়মারসুলপুর ইউনিয়নের অসহায়, দরিদ্র, প্রবীণ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশন। আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনূর রশিদ মিল্টন , সংগঠনের উপনির্বাহী পরিচালক মো: আবুল বাশার, পরিচালক ( কর্মসূচী) রফিকুল ইসলাম বাদশা কম্বল বিতরণ করেন। গ্রামীণ ব্যাংক আমদই শাখার উদ্যোগে জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর বাজারে শতাধিক শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ওই কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীণ ব্যাংকের জয়পুরহাট এরিয়া ব্যাবস্থাপক গোলাম জাকারিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন আমদই শাখা ব্যবস্থাপক আক্তার হোসেন এবং মাধাইনগর বাজারের আলহাজ¦ আসগর আলী, আমিরুল ইসলাম, নুরজ্জামান, শাশীম  রেজা প্রমুখ।