বাসস
  ১৮ জানুয়ারি ২০২৩, ২১:০২

নোয়াখালীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর পক্ষে ১২ হাজার কম্বল বিতরণ

নোয়াখালী, ১৮ জানুয়ারি ২০২৩ (বাসস) : জেলার কবিরহাটে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে ১২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার কবিরহাট পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহম্মদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান এ কর্মসূচি উদ্বোধন করেন।  
শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জানান, প্রতিবছরের মতো এবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর নিজ নির্বাচনী এলাকা কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার দুস্থ ও অসহায় শীতার্ত ব্যক্তিদের জন্য  ১২হাজার শীতবস্ত্র (কম্বল) পাঠিয়েছেন। সংশ্লিষ্ট সব ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিদের মাধ্যমে প্রকৃত অসহায় ব্যক্তিদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 
এ সময় উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, উপজেলা ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।