বাসস
  ২০ জানুয়ারি ২০২৩, ১১:২২

মাদারীপুরের মঠেরবাজার থেকে ১৬০ কেজি জাটকা জব্দ

মাদারীপুর, ২০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলায় সরকার নিষিদ্ধ ১৬০ কেজি জাটকা জব্দ করেছে উপজেলা মৎস বিভাগ। শুক্রবার ভোররাতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদারীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার জানান, গতবছরের পহেলা নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এই নিষেধাজ্ঞাকে অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী জেলা ও বিভিন্ন উপজেলার নদ-নদী থেকে জাটকা ধরে বিক্রি করছে এমন খবরে মঠেরবাজার এলাকায় অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন ও মৎস বিভাগের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়েন অসাধু ব্যবসায়ীরা। পরে সেখান থেকে ১৬০ কেজি জাটকা জব্দ করা হয়। 
জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে নিয়ে আসা হয় উপজেলা চত্ত্বরে। পরে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয়। নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান তিনি।