বাসস
  ২০ জানুয়ারি ২০২৩, ১১:৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ভেজাল গুড় তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া, ২০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলা শহরের পৈরতলা এলাকার সাদেক গুড় ও মিষ্টি কারখানাকে মানবদেহের জন্য ক্ষতিকারক কাপড়ের রঙ মিশিয়ে ভেজাল গুড় তৈরির দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম। অভিযানে জব্দকৃত ১২০ কেজি গুড় এবং ক্ষতিকারক কেমিকেল ধ্বংস করা হয়।
এই ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম জানান, দীর্ঘদিন ধরে জেলা শহরের পৈরতলা এলাকার একটি বাড়িতে কারখানা করে অবৈধভাবে ভেজাল গুড় তৈরি করে আসছিল। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে এবং কাপড়ের রং মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এজন্য কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।