শিরোনাম
লালমনিরহাট, ২১ জানুয়ারি, ২০২৩ ( বাসস) : জেলার পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী (৬৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত ৯ টার দিকে উপজেলার রসূলগঞ্জ সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন। তিনি রাতে সরকারি হুজুর উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়।
পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যা কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক শুক্রবার দিবাগত রাত ১টায় বাসসকে জানান, হত্যাকান্ডের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো কারণ জানা যায়নি।তবে কারা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।