শিরোনাম
রাঙ্গামাটি, ২১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলা শহরের ৯টি ওয়ার্ডের ৫ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে আওয়ামী পেশাজীবী লীগ নিজস্ব কম্বল বিতরণ করেছে।
শনিবার বেলা ১১টায় শহরের রাঙ্গাশ্রী কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
আওয়ামী পেশাজীবী লীগ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা আওয়ামী পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর শাখার সভাপতি বিমল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহ এমরান রোকন, সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম সাইদুল প্রমুখ।