শিরোনাম
ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রেসিডেন্ট সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এসএম আবুল কালাম আজাদ।
শহীদ আসাদ স্মরণে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, 'শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।'
তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে স্বাধীনতাবিরোধীদের যেকোন ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
আলোচনা সভায় অংশ গ্রহণ করেন কো-চেয়ারম্যান মমতাজ জাহান চৌধুরী, ভাইস চেয়ারম্যান আতিকুর রহমান খান নাজিম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল শফিউল্লাহ চৌধুরী আন্দোলন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এসএম ইসলাম, মহিলা ফ্রন্ট সম্পাদক শারমিন জাহান ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহবুব হাসান আজাদ।