শিরোনাম
ঢাকা, ২২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দলের বারহাট্টা উপজেলা শাখার সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ইনসান উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আওয়ামী লীগের নেত্রোকোনার বারহাট্টা উপজেলা ইউনিটের সাবেক সভাপতি ইনসান উদ্দিন খান গতরাতে বারহাট্টায় তার নিজ বাসভবনে মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।