বাসস
  ২২ জানুয়ারি ২০২৩, ২২:২৩

চট্টগ্রামে র‌্যাবের দুই অভিযানে ৩৬ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম, ২২ জানুয়ারি, ২০২৩ (বাসস) : র‌্যাব-৭, চট্টগ্রাম পৃথক দু’টি অভিযান চালিয়ে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৬ লক্ষ টাকা।
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া ও নগরীর খুলশী এলাকায় গতকাল বিকেল ও রাতে এ দুই অভিযান পচিালনা করে র‌্যাব।
র‌্যাব-৭ আজ জানিয়েছে, তারা জানতে পারে যে- কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন চুন্নাপাড়া এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গতকাল ২১ জানুয়ারি বিকেল সাড়ে ৩ টায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আনোয়ারা চুন্নাপাড়ার মো. ইসমাইলের স্ত্রী রাশেদা আক্তার (৪০) এবং কর্ণফুলী উপজেলার বদলপুরার মো. ইলিয়াছের স্ত্রী নূরজাহান (৪২)-কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের কাছ থেকে মোট ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 
আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে পরবর্তীতে তা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২৯ লক্ষ টাকা। 
র‌্যাবের অপর একটি টিম গতকাল রাত সাড়ে নয়টায় নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর ফরদাবাদের মৃত কাশেম মিয়ার পুত্র  দুলাল মিয়া (৩০)-কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামির হেফাজতে থাকা ৩টি পাটের বস্তা হতে মোট ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭ লক্ষ টাকা। 
আটক তিন আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।