বাসস
  ২২ জানুয়ারি ২০২৩, ২২:৩০

ঝালকাঠিতে বিস্ফোরক মামলায় বিএনপি ও যুবদলের পাঁচ নেতা কারাগারে

ঝালকাঠি, ২২ জানুয়ারি ২০২৩ (বাসস): জেলায় আজ বিস্ফোরক দ্রব্য আইনের পৃথক দু’টি মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারসহ পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ রোববার দুপুর ১২টায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। 
শুনানিতে রাষ্ট্রপক্ষে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল এবং আসামিপক্ষে এডভোকেট মাহেব হোসেন, মো. হাফিজুর রহমান, মিজানুর রহমান মুবিন ও ফয়সাল খান  অংশগ্রহন করেন। 
আদালত সূত্রে জানা যায়, ঝালকাঠিতে ছাত্রলীগের নেতাকর্মিদের বহনকারী বাসে ককটেল হামলার অভিযোগে বিএনপির ১৪ নেতাকর্মীর নামে গতবছরের ৭ ডিসেম্বর জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। মামলায় উচ্চ আদালত থেকে ছয়সপ্তাহের আগাম জামিন নেন বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা। ১৪ আসামির মধ্যে জেলা বিএনপির সদস্যসচিব এডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু ও জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারসহ ৮ জন আজ রোববার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত পৗর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার ও আহ্বায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য পাঁচজনের জামিন আবেদন মঞ্জুর করেন। 
অন্যদিকে, জেলার রাজাপুর উপজেলায় গত বছরের ২৯ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম আকনসহ ২৬ জনের নামে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস ফরাজি। এ মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ছয়সপ্তাহের জামিন পান। এর মধ্যে ২৫ জন আজ রোববার ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক শহীদ আল মামুন অভিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্য ২৩ জনের জামিন মঞ্জুর করেন আদালত।