বাসস
  ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:৪৭

স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ 

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তার সংসদ ভবনের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাক্ষাৎ করেছেন। 
সাক্ষাতকালে তারা রাষ্ট্রপতি নির্বাচন ২০২৩ নিয়ে আলোচনা করেন।
নির্বাচন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জেনে স্পিকার সিইসিকে ধন্যবাদ জানান। এসময় সিইসি জানান, যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। সে অনুযায়ী কমিশনের সিদ্ধান্ত অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।