বাসস
  ২৭ জানুয়ারি ২০২৩, ১২:৩৬

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক

চুয়াডাঙ্গা, ২৭ জানুয়ারি, ২০২৩ (বাসস): রাষ্ট্রীয় মর্যাদায় আজ হাটুভাঙ্গা কবরস্থানে সমাহিত হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ায়িলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৭০)। 
পারিবারিক সূত্র জানায়- বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভূগছিলেন। সম্প্রতি বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার বিকেলে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।  
বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক এক ছেলে, দুই মেয়ে, স্ত্রীসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 
শুক্রবার সকাল ১০টায় হাটবোয়ালিয়ার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সামনে গার্ড অব অনার প্রদানের পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সম্মানে পুষ্পমাল্য অর্পণ করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর ও আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দশক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীম। পুষ্পমাল্য অর্পণের পর আলমডাঙ্গা পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আব্দুল আলীমের নেতৃত্বে চুয়াডাঙ্গা পুলিশ লাইনের চৌকস পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনারের পর জানাযা নামাজ শেষে হাটুভাঙ্গা কবরস্থানে দাফন করা হয়।