বাসস
  ২৭ জানুয়ারি ২০২৩, ১২:৫৩

জয়পুরহাটের পরিনা : জীবন যুদ্ধে সফল এক নারীর আখ্যান

॥ শাহাদুল ইসলাম সাজু ॥
জয়পুরহাট, ২৭ জানুয়ারি, ২০২৩ (বাসস): জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো’ এ বাণীকে ধারণ করে জীবনযুদ্ধে হার না মানা সফল এক নারীর নাম পরিনা। সরকারের ডিজিটাল সুবিধা পেয়ে পিএস অনলাইন মার্কেটের মাধ্যমে তিনি এখন সফল ব্যবসায়ী। 
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরট্টি গ্রামে বসবাস করলেও শিশুকাল কাটে জয়পুরহাটের আক্কেলপুর  উপজেলার জামালগঞ্জ এলাকায়। পিতা আব্দুল ওহাব ও মাতা সাহিদা বিবির ঘরে বেড়ে উঠলেও তারা ছিলেন পালিত বাবা-মা। সংসারে নুন আনতে পান্তা ফুরনোর অবস্থায় অদম্য সাহসী পরিনা ছোট বয়সে প্রথমে গার্মেন্টসে, তার পরে রাজশাহীতে একটি জুস কোম্পানিতে সামান্য বেতনের চাকরি করেন বাবা-মা’র মুখে হাসি ফুটানোর জন্য। বৈশ্বিক মহামারী করোনার কারনে সামান্য বেতনের ওই চাকরিও চলে যায় ২০১৯ সালে। এক সঙ্গে চাকরি করার সুবাদে পরিচয় হয় রাজশাহীর বানেশ্বর এলাকার সালেহা খাতুন নামে এক মহিলার সঙ্গে। পরিনা জানান, বড় বোনের ভূমিকা পালনকারী সাহেলা খাতুনের দেয়া মানসিক সাহসকে পুঁজি করে আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি। 
পরিনা বিসিক থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার সুবিধা নিয়ে শূন্য হাতে শুরু অনলাইন ব্যবসা। নাম দেন পিএস অনলাইন মার্কেট। প্রথমে আম দিয়ে ব্যবসা শুরু করলেও পরে বিভিন্ন ফলের চারা বিক্রি করা হয়। এতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যায়। ফলে ব্যবসার পরিধি বেড়ে যায়। যোগ হয় খেজুর গুড়, ঘি, মধু, আমের আঁচার, চালতা ও জলপাই আঁচার। যখন যে মৌসুম তখন সেই জিনিসগুলো তৈরি ও সরবরাহ করা হয়ে থাকেন অনলাইনের মাধ্যমে। 
পরিনা জানান, অনলাইন মার্কেটে তেমন নিজস্ব পুঁজির প্রয়োজন হয়না। ক্রেতাদের অগ্রিম বুকিংয়ের টাকা দিয়ে মালামাল কেনা ও সরবরাহ করা যায়। নিজে হাতে সব কাজ করার জন্য অন্য খরচ তেমন হয়না বলেও জানান তিনি। 
জয়পুরহাটে বসবাস করলেও মৌসুমে-মৌসুমে তিনি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় থেকে ব্যবসা পরিচালনা করেন। ব্যবসায় ভালো করা বা ক্রেতাদের জনপ্রিয়তা পাওয়ার মূলে হচ্ছে সততা। পরিনা জানান, অনলাইন ব্যবসায় ক্রেতারা অনেক ক্ষেত্রে প্রতারনার শিকার হলেও পরিনা পিএস অনলাইন ব্যবসার মূল চালিকা শক্তি হচ্ছে সততা। এরমধ্যে জুলাই মাসে পালিত বাবা মৃত্যুবরণ করলে এখন ৭৪ বয়সী মা সাহিদা বিবিকে দেখতে প্রায় জয়পুরহাটে আসতে হয়। জীবনের নানা দিক ব্যবসায় সফলতা নিয়ে কথা হয় এ প্রতিনিধির সঙ্গে।  জীবনযুদ্ধে হার না মানা পরিনা জীবনের দুঃখ কষ্টকে কাছ থেকে দেখার অভিজ্ঞতায় তিনি আয় বর্ধণমূলক কাজের জন্য অসহায় ২০ মহিলাকে ছাগল দিয়েছেন বিনামূল্যে। এ ছাড়াও ১০জন অসহায় বয়স্ক মানুষকে নিয়মিত খাদ্য সামগ্রীসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থাকেন। 
এখানেই শেষ নয়, নতুন প্রজন্মের সামনে জীবন যুদ্ধের কাহিনী তুলে ধরতে রচনা করেছেন গল্প, কবিতা ও গান। প্রকাশিত বইগুলো বেশ জনপ্রিয়তাও অর্জন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ’তুমি আসবে বলে, মনের কোন বয়স নেই, মিসকল দিও, মনের কথা গানে-গানে, কবে যেন ভালোছিলাম, সব কিছু ফিরিয়ে দেওয়া যায়না ও চমৎকার স্বার্থপর, ইত্যাদি। পরিনার  ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে চাহিদা থাকায় বেবিকাঁথা তৈরি করা। সংসারে অভাব অনটন লেগে থাকায় লেখা পড়া থেকে কখনো ছিটকে পড়লেও হাল হাল ছাড়েননি পরিনা।  কৃতিত্বের সঙ্গে ডিগ্রিও পাশ করেছেন।