শিরোনাম
বগুড়া, ২৭ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার সারিয়াকান্দি উপজেলায় আজ প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নানের স্মরণে ২৫০ জন দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করছে বিএডিসি প্রকৌশলী সমিতি।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকাল ৩ টায় সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি- সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
বিএডিসি বগুড়া জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল আলম শামীম-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিএডিসি বগুড়া জেলার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রিয়নাথ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।