বাসস
  ২৭ জানুয়ারি ২০২৩, ১৯:১২

জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে গাজীপুরের সংসদ সদস্য শামসুন্নাহারের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ), ২৭ জানুয়ারি, ২০২৩ (বাসস) :  জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাজীপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভূঁইয়া।
শুক্রবার দুপুরে তিনি বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) নেতৃবৃন্দদের সাথে নিয়ে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। 
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টে  শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সাদিম হায়দার, বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের (সিবিএ) সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, গাজীপুর মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার ঝুমুর প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া বঙ্গবন্ধুর সমাধিসৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।