বাসস
  ২৮ জানুয়ারি ২০২৩, ১৩:০৩

কাপ্তাইয়ে উপজেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটি, ২৮ জানুয়ারি,২০২৩ (বাসস) : জেলার কাপ্তাই উপজেলা আজ কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায়  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষক লীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির সভাপতি  দীপংকর তালুকদার এমপি।
উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ শামসুদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ- সভাপতি আকবর আলী চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের স্থানীয় বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা, সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য একেএম জাহাঙ্গীর, শান্তনা চাকমা, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আকতার, সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, কৃষকলীগ জাতীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি দীপ্তিময় তালুকদার,  উপজেলা সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক আর্পণ করা হয়।
এ সময় কৃষক লীগের বিভিন্ন ইউনিয়নসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।