শিরোনাম
শরীয়তপুর, ২৮ জানুয়ারি, ২০২৩ (বাসস) : পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপি বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বন্দুকের নলের মুখে পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন।
তিনি বলেন, বিচারপতি সায়েমকে বন্দুকের নল ঠেকিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করতে বাধ্য করেন । নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জিয়া ‘হ্যাঁ’ ‘না’ ভোট করে। সেই নির্বাচনে জিয়া একাই প্রার্থী ছিলেন। নিজেই বিচারকদের আদালতের রায় লিখে দিতেন।
একেএম এনামুল হক শামীম আজ শনিবার জেলার নড়িয়া উপজেলার রাজনগরে ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আরও বলেন, সামরিক শাসক জিয়াউর রহমান অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে ফাঁসি দিয়েছেন। দেশে হত্যা-গুম ও খুনের রাজনীতি চালু করেন। বঙ্গবন্ধুদের খুনিদের সাক্ষাতকারই প্রমাণ করে জিয়া বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াও একই কায়দায় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন। আওয়ামী লীগের আন্দোলনের কারণেই অল্প কয়েকদিনের মাথায় খালেদা পদত্যাগ করতে বাধ্য হন।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম বলেন, ২০০১ সালের পর খালেদা জিয়া হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে হত্যা করেন। তারা আবারও পেছনের দরজা দিয়ে ক্ষমতায় হাওয়া ভবন খুলতে চায়। সেই দিবাস্বপ্ন আর কোনদিনই পূরণ হবে না।
রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মীর মালতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন তালুকদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর প্রমূখ।