বাসস
  ২৮ জানুয়ারি ২০২৩, ২১:১৯

কোটালীপাড়ায় ৫০০ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) ২৮ জানুয়ারি, ২০২৩ (বাসস): জেলার কোটালীপাড়া উপজেলায় ৫০০ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে আজ প্রধানমন্ত্রীর উপহারের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকায় এসব শীত বস্ত্র বিতরণ করা হলো।
শনিবার বিকেলে জ্ঞানের আলো পাঠাগারের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে  এসব কম্বল, চাদর ও সোয়েটার  দরিদ্র শিক্ষার্থীর হাতে তুলে দেন। 
জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ড মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, হিরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ^র বৈদ্য অনুপ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক গাজী খসরু, যুবলীগ নেতা আলী আক্কাস লিটন, জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি) বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছেন।
তিনি (প্রধানমন্ত্রী) দেশের মানুষের সুখ-শান্তির জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বিশে^র বুকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল বলে জানান তিনি।