শিরোনাম
সুনামগঞ্জ, ২৮ জানুয়ারি ২০২৩ (বাসস): জেলার বিশ্বম্ভরপুর ও সদর উপজেলায় আজ বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের আম্বর পয়েন্ট থেকে সংগ্রামপুর পর্যন্ত ১৬ কিলোমিটার সড়ক মেরামত ও পুনর্বাসন কাজ শুরু হয়েছে।
বিশকোটি টাকা ব্যায়ে এ কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ।
আজ রোববার বিকালে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এ সড়ক মেরামত ও পুনর্বাসন কাজ উদ্বোধন করেন।
এ উপলক্ষে স্থানীয় আম্বর পয়েন্টে স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এ সভায় জেলায় সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়াম্যান মনিরউদ্দিন মনির, গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।