শিরোনাম
নওগাঁ, ৩১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : নওগাঁ সদর হাসপাতালের সমাজসেবা কার্যক্রমের আওতায় রোগী কল্যাণ তহবিল থেকে এক বছরে ১০ লক্ষ ৮৬ হাজার ৯৭৫ টাকার ওষুধসহ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে।
বিগত ২০২১ - ২০২২ আর্থিক বছরে এ সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাসপাতাল সমাজসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে করণীয় শীর্ষক এক সেমিনারে এ তথ্য প্রদান করা হয়েছে।
নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী'র সভাপতিত্বে আয়োজিত সেমিনারে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, নওগাঁ সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার জুলি, জেলা প্রেসক্লাবের সভাপতি মো: কায়েস উদ্দিন, হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডাক্তার রওশন আরা খানম, সাবেক তত্বাবধায়ক ডাক্তার আন্জুমান আরা বেগম, ডাক্তার মুক্তার হোসেনসহ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় এখন থেকে হাসপাতালে ভর্তি হওয়া গরীব রোগিদের বিনামূল্েয ওষুধধসহ ইসিজি এবং অ্যাম্বুুলেন্স সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।