বাসস
  ৩১ জানুয়ারি ২০২৩, ১৪:৩৭

রাঙ্গামাটির লংগদুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান

রাঙ্গামাটি,৩১ জানুয়ারি, ২০২৩(বাসস) : জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আজ  উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় উপজেলা বাইট্টাপাড়া বাজার মাঠ প্রাঙ্গনে ক্ষতিগ্রস্ত  ৩১ জনের  মাঝে নগদ অর্থ সহায়তা,খাদ্য শস্য ও কম্বল বিতরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
লংগদু উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত  সভাপতি মোঃ সেলিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায়  অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক  মোফাজ্জল হোসেন  মোল্লা , জেলা আওয়ামীলীগ নেতা ওয়াশিংটন চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, জেলা পরিষদ সদস্য আসমা আকতার, মোঃ আব্দুর রহিম, গুলশাখালী ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, মাইনি ইউপির সাবেক চেয়ারম্যান ফয়েজুল আজিম ফয়েজ প্রমুখ।
আলোচনা সভা শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩১ জনের  মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে খাদ্য শস্য ও কম্বল এবং উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির  পক্ষ থেকে নগদ২ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।