বাসস
  ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:০৩

বরগুনার আমতলীতে প্রতিবন্ধিদের সহায়তা প্রদান

বরগুনা, ৩১ জানুয়ারি, ২০২৩ (বাসস) : জেলার আমতলী উপজেলায় মঙ্গলবার দুপুরে প্রতিবন্ধিদের মধ্যে উপকরণ সহায়তা দেয়া হয়েছে।
অস্ট্রিলিয়ান দাতা সংস্থা লিলিয়ন ফান্ডের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র উদ্যোগে মঙ্গলবার দুপুর ১২টায় এনএসএস ট্রেনিং সেন্টারে আমতলী উপজেলার বিভিন্ন গ্রামের ২৩ জন প্রতিবন্ধির মধ্যে উপকরণ সহায়তা বিতরণ করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। 
এনএসএস’র নির্বাহি পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আমতলী প্রেস ক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, নাসরিন শিপু, প্রজেক্ট কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম, প্রতিবন্ধিদের অভিভাবকরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবন্ধিদের মধ্যে ১০টি সেলাই মেশিন, ৫টি হুইল চেয়ায়, ২ জোড়া ক্র্যাচ, ১টি হিয়ারিং এইড, ছাগল পালনের জন্য ৫ জন ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করা হয়।