শিরোনাম
টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) ১ ফেব্রুয়ারি,২০২৩ (বাসস): গোপালগঞ্জ জেলা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে আজ ৫০ প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস (পোশাক) বিতরণ করা হয়েছে।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম শহরের বর্ণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীদের হাতে এই পোশাক তুলে দেন।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: হারুন অর রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রাশেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মো: গোলাম কবির, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।