বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন

রাঙ্গামাটি, ১ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : জেলার  কাপ্তাইয়ে আজ কর্ণফুলী সরকারি কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নবনির্মিত ম্যুরাল উন্মোচন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ চত্বরে ”শাশ্বত মুজিব” নামে জাতির পিতা বঙ্গবন্ধুর এ ম্যুরাল উন্মোচন ও শ্রদ্ধা নিবেদন করেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এ সময় কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন-সহ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।