শিরোনাম
নাটোর, ২ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলায় ভিক্ষুক পুনর্বাসনে সহায়ক কর্ম উপকরণ বিতরণ করা হয়েছে আজ।
সকাল সাড়ে ৯টায় কালেক্টরেট ভবন চত্বরে সুবিধাভোগীদের মধ্যে এসব উপকরণ হস্তান্তর করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
শহর সমাজ সেবা কার্যালয়ের ‘ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি’র আওতায় প্রায় পৌনে ২ লাখ টাকা মূল্যমানের গ্যাস সিলিন্ডার ও চুলাসহ চা দোকান ও ডিম ব্যবসায় এবং হাঁস-মুরগী পালনের উপকরণ ৯জন মহিলাসহ ১১জনের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, সমাজ সেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এবং শহর সমাজ সেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. ওবায়দুর রহমান।