শিরোনাম
নড়াইল, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়ায় কাঠবোঝাই একটি নসিমন (স্থানীয় যান) উল্টে রমজান মোল্যা (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর একটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রমজান সদর উপজেলার বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসমীম আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,সদর উপজেলার বাঁশগ্রাম থেকে আসা কাঠবোঝাই একটি নসিমন রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়ায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।এসময় চালক রমজান নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কালিয়া থানার ওসি আরো জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।